আজকে এই ভিডিও তে ইউরোপের একটা দেশ নিয়ে আলোচনা করব যারা ৩ লক্ষ এর বেশী কর্মী নিবে।
যেইধরনের লোক নেয়া হবে তা,
থালা ধোয়ার মত ছোট কাজ থেকে শুরু করে শেফ,কৃষক, ছুতার, মেশিন অপারেটর এবং ইলেকট্রিশিয়ান থেকে ওয়েব এবং সফ্টওয়্যার ডেভেলপার পর্যন্ত।
পর্যটন শিল্পে অদক্ষ এবং অত্যন্ত দক্ষ উভয় কর্মচারীর প্রয়োজন, ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট এবং ফ্রন্ট অফিস পেশাদার।
নির্মাণ খাতে অনেক লোক দরকার যেমন অভিজ্ঞ টেকনিক্যাল লোক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিমফিটার, ড্রাইভার, সাইট সুপারভাইজিং ইঞ্জিনিয়ার এবং বিশেষকরে নির্মান কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি অপারেটরদের প্রচুর প্রয়োজন রয়েছে।
শিল্প কারখানায় যে ধরনের লোক নিবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, প্রোডাকশন, স্টোরেজ , প্যাকেজিং, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, সিএনসি বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল,মেশিনারি টেকনিশিয়ান এবং অটোক্যাড ডিজাইনারদের মত কর্মীদের খুঁজছে।//
তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি খুজছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সিস্টেম সুরক্ষা বিশেষজ্ঞ এবং অত্যন্ত অভিজ্ঞ প্রোগ্রামারদের।
এবং, কৃষিক্ষেত্রে খামার শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই রয়ে গেছে সেখানে।
উল্লেখিত বিভিন্ন পেশার কর্মী যে দেশটাতে নেয়া হবে সেই দেশটি হলো গ্রীস। যেই দেশে
৩ লক্ষ এর বেশি বিদেশি লোক প্রয়োজন।
কিন্তু গ্রীসের কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আশ্চর্যজনক হলেও সত্য বিদেশী কর্মীদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াটি ৬-৯ মাস স্থায়ী হতে পারে।
একটি সফল নিয়োগ অনেক কারণের উপর নির্ভর করে, সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে সরকারের নির্দেশ, চাকরির অনুমোদিত সংখ্যা, বিদেশে গ্রীক দূতাবাসগুলিকে অবশ্যই কাজের ভিসা অনুমোদন ও ইস্যু করতে হবে, কর্মচারীরা গ্রীসে আসার পর, তাদের অবশ্যই একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর , একটি সামাজিক নিরাপত্তা নম্বর এবং একটি নীল কার্ড ইস্যু করাতে হবে।//
আন্তর্জাতিক শ্রমের চাহিদা ও সরবারাহের সাথে তাল মেলানোর জন্য WorkInGreece.io-নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। প্ল্যাটফর্মটি নিজে যাচাই বাছাই করে দেখার জন্য বাংলাদেশীদের প্রতি আহব্বান জানাচ্ছি। এই পোর্টালে একটা ছোট পারিবারের কর্মী থেকে শুরু করে বৃহৎ বহুজাতিক পর্যন্ত ২০০০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান বিদেশ থেকে লোক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশ, মিশর, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মলদোভা, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন এবং ভিয়েতনাম সহ ১১ টি দেশের ৩৫,০০০ এরও বেশি সম্ভাব্য কর্মচারী এই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ পেতে আগ্রহ প্রকাশ করেছে। আমি সবাইকে অনুরোধ করছি বিদেশে কাজের জন্য যেতে কাউকে টাকা দেবার আগে অবশ্যই যাচাই বাচাই করে দিবেন। ওয়েবসাইটের নাম description box এ দিয়ে দিলাম।
আজ এই পর্যন্তই!
ভিডিওটিতে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন