শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন কাদের জন্য প্রযোজ্য? Zero return (জিরো রিটার্ন) বা শূন্য রিটার্ন  কি?

আয়কর রিটার্ন কি?

আয়কর রিটার্ন হচ্ছে বাৎসরিক আয়ের সংক্ষিপ্ত একটি বিবরণী। আয়কর রিটার্ন হল এমন একটি ফর্ম যেখানে আয়কর বিভাগে তার আয় এবং ট্যাক্স সম্পর্কিত তথ্য ফাইল করা হয়। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত  একটি  ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।  ফরমে আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য উপস্থাপন করার নামই হচ্ছে আয়কর রিটার্ন। এই কাঠামোবদ্ধ ফরমটি আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড প্রস্তুত করে। আয়কর রিটার্নের কাঠামে আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে।

এই ফর্মটি মূলত নির্ধারিত আয়ের ব্যক্তি ও প্রাতিষ্ঠানকে করের আওতায় আনার জন্য তাদের করযোগ্য আয়ের হিসাব এবং মোট কর দায় বের করার জন্য ব্যবহার করা হয়। ব্যক্তি শ্রেণীর করদাতা ও প্রাতিষ্ঠানিক করদাতাদের জন্য পৃথক রিটার্ন রয়েছে।//

কারা আয়কর রিটার্ন  দিবে?  আয়কর রিটার্ন কাদের জন্য প্রযোজ্য?

আয়কর রিটার্ন কিভাবে দিতে হয় জানার আগে আমরা জানব আয়কর রিটার্ন দেয়ার উপযুক্ত ব্যক্তি কারা। আমাদের মনে রাখা উচিত  হবে যে রিটার্ন দাখিল করা আর আয়কর পরিশোধ করা দুটি এক জিনিস নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেবার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধু রিটার্ন দাখিল করলেই চলবে।

বাংলাদেশের আইন অনুযায়ী যাদের টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।


আয়কর রিটার্ন যারা দাখিল করবে  

১) সাধারণভাবে কোন ব্যক্তি শ্রেণীর করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে

২) মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের ক্ষেত্রে এই আয় সীমা ৪,০০,০০০

৩) প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে বছরে ৪,০০,০০০ টাকা আয় সীমা এবং

৪) গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ক্ষেত্রে এই আয় সীমা ৫,০০,০০০ টাকা।

৫) তৃতীয় লিংগ করদাতাদের জন্য ৪,৭৫,০০০ টাকা।
//

জিরো রিটার্ন কি?

যে পরিপ্রেক্ষিতে কোনো রূপ ট্যাক্স বা কর প্রদান ছাড়াই রিটার্ন জমা দেওয়া হয়, তখন তা শূন্য বা জিরো রিটার্ন হিসেবে অভিহিত হয়। সহযে বলা যায়, যদি কোনো পুরুষের বাৎসরিক আয়  ৩,৫০,০০০ টাকা এবং মহিলার বাৎসরিক আয়  ৪,০০,০০০ টাকার নিচে হয় তবে তাকে কোনো প্রকার ট্যাক্স পরিশোধ করার দরকার নেই। এক্ষেত্রে কেবল সরকারকে বৈধ উপায়ে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব দেখানোর পদ্ধতিকেই জিরো ট্যাক্স রিটার্ন বলে। অর্থাৎ করমুক্ত সীমার মধ্যে থাকা আয়ের বিপরীতে প্রদানকৃত রিটার্নকেই Zero return বা শূন্য রিটার্ন বলে।

আজ এই পর্যন্তই!

ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন