বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণ ভারতের জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞ। ভারতের এই অসামান্য সহযোগিতা এইজন্য না যে ভারত বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে, তাদের ব্যথা-বেদনায়, কষ্টে তাদের মানসিক পীড়া দেয়। আসলে বাংলাদেশকে সাহায্য করে সীমাহীন লাভ হয়েছে ভারতের, তার মধ্যে প্রধান লাভ হলো পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুর্বল করে দিতে পেরেছে,ভারতের পূর্ব সীমান্ত থেকে কোন আক্রমণের হুমকি বন্ধ হয়ে গেছে,পুর্ব সীমান্তে চীন ও পশ্চিম পাকিস্তান মিলে কিছু ঘটানোর পরিকল্পনা চিরতরে নসাৎ হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারনে ভারতের পুর্ব সীমান্ত প্রতিরক্ষায় কিছুই করতে হয় না, সেই অর্থ তারা খরচ করে চীন এবং পাকিস্তান সীমান্তের প্রতিরক্ষায়। //
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হতাহতের সঠিক সংখ্যা কত তা নিয়ে বিভিন্ন মত পার্থক্য আছে। সাধারণ হিসেবে বলা যায় যে যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ১,৫০০ এর মত সদস্য প্রান হারান।
বাংলাদেশের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী ১ হাজার ৬৬১ জন ভারতীয় সৈনিক মুক্তিযুদ্ধে প্রান হারান।
১৯৭১ এ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেন ভারতীয় সেনারা। ভারতের দাফতরিক হিসাবে মৃত ভারতীয় সেনার সংখ্যা ২ হাজারের কম।
উল্লেখ্য ভারতের প্রায় ২,৫০,০০০ জন সেনা যুদ্ধে অংশগ্রহণ করে এদের মধ্যে আহত হন প্রায় ৩৬০০ - ৪০০০ জন।
আজ এই পর্যন্তই!
ভিডিওটিতে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন