বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কাদের চৌধুরী জানিয়েছেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণ খেলাপি থাকার কারণে আর পরিচালনা করা সম্ভব না।


এছাড়া তিনি জানান, বেক্সিমকো টেক্সটাইল লি: এবং গার্মেন্টসের ১৬টি ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বর্তমানে কারখানায় কোন কাজ না থাকার কারণে সোমবার ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফ থাকবে।


লে-অফ চলাকালীন শ্রমিকদেরকে আইন অনুযায়ী মজুরি প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নাই।//


গত চার মাসে বেক্সিমকো ব্যয় করেছে ৩০০ কোটি টাকা, যার বেশিরভাগই গেছে শ্রমিকদের মজুরি দিতে, এরমধ্যে ১০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে দেওয়া হয়। শ্রমিকদের মজুরির দিতে মাসে ৬০ কোটি টাকা এবং অন্যান্য কর্মচারীদের বেতন বাবদ আরও ১৫ কোটি টাকা দরকার বেক্সিমকো গ্রুপের। 


বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্দিষ্ট শর্তপূরণ করা শ্রমিকদের ছাঁটাই বা লে-অফের ক্ষেত্রে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনের ১৬ নং ধারায় বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এসব শ্রমিকের লে-অফের সব দিনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ৫ নং উপধারা বলছে, কোন পঞ্জিকা বৎসরে ওই শ্রমিককে ৪৫ দিনের বেশি সময়ের জন্য লে-অফ করা হলে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে।


ওসমান জানান, শুরুতে লে-অফ বা ছাঁটাই ৪৫ দিনের জন্য করা হবে, এরমধ্যে পরিস্থিতির উন্নতি নাহলে আরও ১৫ দিন বাড়ানো হবে। এরপরে স্থায়ীভাবে কারখানা বন্ধের ঘোষণা আসতে পারে বলেও সতর্ক করেছেন।//


বেক্সিমকোর বর্তমান আর্থিক সংকটের সাথে তাদের বিপুল দেনার সরাসরি সম্পর্ক আছে। সম্প্রতি হাইকোর্টে দাখিল করা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের দায়ের পরিমাণ ৫০ হাজার ৯৮ কোটি টাকারও বেশি। এসব ঋণের ৫০ শতাংশের বেশি বা ২৫ হাজার ৫২৪ কোটি টাকা ইতোমধ্যেই খেলাপি হিসেবে দেখানো হয়েছে। 



গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব প্রথম আলোকে বলেন, বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের পাওনাও তাঁরা দিয়ে দেবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ নেই। পরিবেশ শান্ত আছে। তিনি বলেন, শিল্পপুলিশের সদস্যরা কারখানা এলাকায় টহলে আছেন।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন