ইদানীং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সামাজিক মাধ্যমে কিছু কথা শোনা যাচ্ছে। কি সেই সার্জিক্যাল স্ট্রাইক?
সার্জিক্যাল স্ট্রাইক (Surgical strike) বা সুনির্দিষ্ট হামলা হল, এক ধরনের যুদ্ধশৈলী,এক ধরনের সামরিক আক্রমণ। যেই আক্রমণ শুধুমাত্র একটি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়, যা আশেপাশের অসামরিক কাঠামো, যানবাহন, ভবন, বা সাধারণ জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামোর ন্যূনতম ক্ষতি সাধন ছাড়াই করা হয়। অর্থাৎ আশেপাশের এলাকা এবং বেসামরিক লোকদের ক্ষতি না করে লক্ষ্যবস্তু নির্মূল করাই লক্ষ্য থাকে।
সার্জিক্যাল স্ট্রাইকে খুব অল্প সময়ে, অত্যন্ত দ্রুত গতিতে শত্রুদের গোপন আস্তানায় বা দুর্ভেদ্য ঘাঁটিতে হামলা চালানো হয় । হামলা চালিয়ে শত্রুদের ঘাঁটিল গুঁড়িয়ে দেওয়ার পর সেনাবাহিনী আর ওই এলাকায় মোতায়েন থাকে না বা ওই এলাকা দখল করে না। সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে শত্রুদের আটক বা গ্রেপ্তারও করা হয় না। হামলা চালিয়ে শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
কোনো দেশের সেনাবাহিনীই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামক হামলার ব্যাপারে কোনো পূর্ব ঘোষণা দেয় না। সার্জিক্যাল স্ট্রাইকে’র মুল থিম হলো," নিশানাকে নির্ভুলভাবে বেছে নাও"। ‘//
লক্ষ্য হলো লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে নিজেদের কোনো ক্ষতি ছাড়াই ফিরে আসা। এবং দলের প্রত্যেক সদস্যদের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে, থাকে সীমিত অস্ত্রশস্ত্র। ।’
সার্জিক্যাল স্ট্রাইক’-এর বড় উদাহরণ হল পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের অপারেশনের মাধ্যমে রাতের বেলা ওসামা বিন লাদেনকে হত্যা করা।
২০১৬ সালের ১৮ ই সেপ্টেম্বর ভারতের জম্মু এবং কাশ্মীর এর উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনা ঘাটিতে একটি হামলা সংঘটিত হয়। এই আক্রমণে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় ৪ জনের একটি দল। এটি উরি জঙ্গি হামলা নামে পরিচিত হয়। এই হামলায় ভারত-এর ১৯ জন সৈনিকের মৃত্যু হয়,ওই হামলায় ৪ হামলাকারীও নিহত হয়।
উরি হামলার পর ভারত, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায়।
আজ এই পর্যন্তই!
ভিডিওটিতে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন