বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের ব্যাপারে ভারতের প্ল্যান ৩৬৫ কি?

asianetnews.com সম্প্রতি বাংলাদেশকে নিয়ে তাদের ওয়েবসাইটে একটা নিউজ প্রকাশ করেছে যা এরকম। এই ওয়েব পোর্টাল টা ভারতীয়দের দ্বারা পরিচালিত। description box এ লিংক দেয়া হলো।

ভারত বাংলাদেশের প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি নয়াদিল্লি প্ল্যান ৩৬৫ ঘোষণা করেছে, যার ফলে বাংলাদেশ এক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়তে বাধ্য।

অভ্যুত্থানের আগে বাংলাদেশের বস্ত্রশিল্প দারুণ উচ্চতা ছুঁয়েছিল। বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানির টেক্সটাইল অর্ডার তৈরি হচ্ছিল। চীনের পর বাংলাদেশ ছিল বিশ্বের বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ, কিন্তু অভ্যুত্থানের পর সবকিছুই এলোমেলো হয়ে যায়। এখন ভারতের চোখ বাংলাদেশের এই দুর্বল যোগসূত্রের দিকে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের সময় বাংলাদেশের রপ্তানি লক্ষ্যবস্তু করা হবে। প্রধানমন্ত্রী মোদীর এই মাস্টারস্ট্রোক বাংলাদেশের জন্য ভূমিকম্পের চেয়ে কম হবে না বলেই মনে করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি বন্ধ করতে ভারত দৃঢ় পদক্ষেপ নেবে। ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজারে ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশকে দুর্বল করার চেষ্টাও হতে পারে।//

যখন বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, তখন এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাবে, এর গুরুতর অর্থনৈতিক সংকট আরও গভীর হবে এবং এটি আমদানি বিল পরিশোধ করতে পারবে না। ভবিষ্যদ্বাণী করা হচ্ছে, বাংলাদেশ যদি এ পথে এগোতে থাকে তাহলে এক বছরের মধ্যেই অর্থনৈতিক সংকটের মুখে পড়বে।

বাংলাদেশের জনগণের রিজিকের মালিক একমাত্র  আল্লাহতায়াল।  া একমাত্র আল্লাহই  জানেন যে তার বান্দাদেরকে তিনি কিভাবে রিযিক দান করবেন। কোন দেশের হাতে কারো রিযিক না। ১৯৭১ সালে আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি, ২০২৪ সালে এসে স্বাধীনতার ৫৩ বছর পরে আমাদের জনসংখ্যা ১৭,১৮ কোটি
।এতদিনে চাষের জমি অনেক কমে গেছে কিন্তু বাংলাদেশের  মানুষ ১৯৭১ এর চেয়ে ভালো আছে, চাষের জমি কমে গেছে জনসংখ্যা দিগুনেরও বেশি  তারপরও এখন  ভালো আছে এই ভালো  থাকার ব্যবস্থা আল্লাহতালাই করে দিয়েছেন। ১৯৭১ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসতো পাট রপ্তানি থেকে। জনসংখ্যা বাড়তে থাকলো    আশির দশকে  আমাদের জন্য গার্মেন্টস  এর ব্যবসা চালু করে দিলেন আল্লাহ। কোন কারনে গার্মেন্টস  থেকে বৈদেশিক মুদ্রা ইনকাম বন্ধ হয়ে যায়  তখন আল্লাহ আমাদের জন্য অন্য কোন রাস্তা খুলে দিবেন। এটা উনি করতেই থাকেন মানুষ তাকে ভালোবাসুক আর না বাসুক। তার হুকুম পালন করুক বা না করুক। কিন্তু ওই মানুষরা যদি দ্বীনদার হয়, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে,  আল্লাহতালা তাদের জন্য সম্মানের রিজিক দান করবেন এবং কাফের মুশরিকের ষড়যন্ত্র থেকে তাদের দেশ ও জাতিকে হেফাজত করবেন।

আজ এই পর্যন্তই!

ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন