রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

চীনের নতুন HMPV ভাইরাস এবং কোভিড-১৯ এর মধ্যে পার্থক্য কি?

COVID-19 এর প্রাদুর্ভাব এর পাঁচ বছর পরেই, চীনে সারাবিশ্ব  হিউম্যান মেটাপনিউমো ভাইরাস (HMPV) এর প্রাদুর্ভাব প্রত্যক্ষ করছে। আরেকটি মহামারীর আশংকাজনক হুমকি সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক সৃষ্টি করেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট এ দেখা যাচ্ছে যে চীনের হাসপাতাল এবং শ্মশানগুলি এইচএমপিভি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার খবরে অভিভূত।


 বিভিন্ন সামাজিক মাধ্যমের কিছু ভিডিও তে   দাবি করা হচ্ছে যে হাসপাতালগুলি ইনফ্লুয়েঞ্জা, কোভিড-১৯, এইচএমপিভি এবং মাইকোপ্লাজমা এবং নিউমোনিয়া সহ বিভিন্ন ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্বারা পরিপূর্ণ।  এমনকি এও দাবি করা হচ্ছে যে চীন জরুরি অবস্থা ঘোষণা করেছে।  তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিয়তা জানা যায়নি। 

//



চিন থেকেই COVID-19 ছড়িয়েছিল।করোনাভাইরাসের সঙ্গে হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্রমণের ধরণ, উপসর্গে অনেক মিল আছে।যে গোষ্ঠীকে অ্যাটাক করছে, সেটার ক্ষেত্রেও মিল রয়েছে। HMPV এবং কোভিড-১৯-এর মধ্যে অনেক মিল রয়েছে,  উভয় ভাইরাসই কাশি, জ্বর, স্বাস আটকেযাওয়া , গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো  সমস্যা সৃষ্টি করে এবং উভয়ই হাচি কাশির মাধ্যমে পতিত droplet এর মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু  করোনাভাইরাস যখন এসেছিল, তখন বলা হয়েছিল যে COVID-19  একটি অজানা ভাইরাস। সেক্ষেত্রে HMPV হলো  ২৪ বছরের পুরনো ভাইরাস। 


রোগীর অবস্থা গুরুতর হলে উভয় ভাইরাসের  ক্ষেত্রেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। HMPV  ভাইরাস সাধারণত শীত ও বসন্তের সময় বেশি ছড়ায় কিন্তু , কোভিড-১৯ তার  বিবর্তিত রূপের কারণে সারা বছর ধরেই ছড়িয়ে পড়তে পারে।


আজ এই পর্যন্তই!

ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন