গত ১৭ জানুয়ারি,শুক্রবার ২০২৪-২০২৫ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি,রবিবার এই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
নীলফামারীর একটা সরকারি কলেজ থেকে এবছরও অর্থাৎ ২০২৪-২০২৫ সেশনে ৫৩ শিক্ষার্থী সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়, তখন নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি বিজ্ঞান স্কুল। ১৯৭৭ সালে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ নামকরণ করা হয়। এবং ২০১৯ সালে আবার নাম পরিবর্তন করে করা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। একটা অনুরোধ আপনি যদি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আবার ফিরে আসি ভিডিওতে, গত বছরও ২০২৩-২০২৪ সেশনে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। প্রতি বছরের মতো এবারেও অসাধারণ এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা দারুণ খুশি।//
কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এইচএসসিতে মোট ২৬২ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে সবাই উত্তীর্ণ হন। আর জিপিএ-৫ পেয়েছিলেন ২৫৫ জন। এই ব্যাচেরই ৫৩ জন শিক্ষার্থী এবার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুয়োগ পেলেন।
শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালে ৫২ জন, ২০২৩ সালে ৩৬ জন, ২০২২ সালে ৪৫ জন, ২০২১ সালে ৪০ জন, ২০২০ সালে ৩৮ জন, ২০১৯ সালে ৩৬ জন, ২০১৮ সালে ৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী সুমাইয়া শারমীন জানান, তার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে তার সে স্বপ্ন পূরণ হয়েছে। তার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে। এবারে ভর্তি পরীক্ষায় তার স্কোর ১৮৫। তিনি গত ২০২২ সালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন।
কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান জানান, ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলে এ সংখ্যা আরও বেড়ে যাবে। এছাড়াও উল্লিখিত বছরগুলোতে অনেক শিক্ষার্থী বুয়েট, চুয়েট, রুয়েট ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।//
কেন এই সফলতা?
৫৩ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ, পাঠদানের সব শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং কঠোর তদারকির কারণে প্রতি বছর আশানুরূপ ফলাফল বয়ে আনছে শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, কলেজে কঠোর নিয়মকানুনের কারণে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে আসেন। এতে করে শিক্ষার্থীরা সার্বক্ষণিক লেখাপড়া ও শিক্ষক-শিক্ষিকাদের সংস্পর্শে থাকেন। আর কলেজে বছরের নির্ধারিত পরীক্ষার পাশাপাশি ক্লাস টেস্ট, মডেল টেস্টসহ আরও অনেক পরীক্ষা গ্রহণ করা হয়। ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষার ভীতি অনেকাংশে দূর হওয়াসহ প্রস্তুতি অনেক ভাল হয়। মূলতঃ শিক্ষার্থী, শিক্ষক ও অভিাভবকদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিবছর তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী বোর্ড পরীক্ষা ঈর্ষান্বিত ফলাফল করাসহ মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখছে।
কলেজটির পর্যাপ্ত ছবি না পাওয়ায় অন্য photo দিয়ে শুন্যস্থান পুরন করা হয়েছে।
আজ এই পর্যন্তই
ভিডিওটিতে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন