বিগত সংসদ নির্বাচনে জামাত ইসলামের ফলাফল নিয়ে আলোচনা করব।
তরুন ভোটারদের অনেকেই মনে করেন নির্বাচন হলে এবার বাংলাদেশ জামায়াত ইসলামি সরকার গঠন করবে। কিন্তু বয়স্ক ভোটাররা তা মনে করেন না। ১৯৮৬ থেকে ২০০৮ পর্যন্ত বিগত পাঁচটি সংসদ নির্বাচনে জামাত ইসলামের ফলাফল আলোচনা করা হলো।
তৃতীয় সংসদ নির্বাচন
১৯৮৬ সালে এরশাদের শাসনামলের নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ ১০টি আসন পায়। উল্লেখ্য বিএনপি সেই নির্বাচন বর্জন করে।
পঞ্চম সংসদ নির্বাচন
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭৫টি রাজনৈতিক দল অংশ নেয়। এ নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে।এই নির্বাচনে ভোট পড়ে ৫৫.৪৫ শতাংশ। জামায়াতে ইসলামী এ নির্বাচনে ১৮টি আসনে জয়লাভ করে।
সপ্তম সংসদ নির্বাচন
১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল ৭৪.৯৬ শতাংশ। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন। জামায়াতে ইসলামী তিনটি আসনে জয়লাভ করে।
অষ্টম সংসদ নির্বাচন
২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করে। নির্বাচনে ভোট পড়েছিল ৭৫.৫৯ শতাংশ। জামায়াতে ইসলামী ১৭টি আসনে জয়লাভ করে।
নবম সংসদ নির্বাচন
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়ে ৮৭.১৩ শতাংশ জামায়াতে ইসলামী দুটি আসনে জয়লাভ করে।
১৯৮৬ থেকে ২০০৮ পর্যন্ত এই পাঁচটি সংসদ নির্বাচনে জামাত ইসলামের সবচেয়ে ভালো পারফরমেন্স হল ১৯৯১ সালের নির্বাচনে। সেই বছর তারা সর্বোচ্চ ১৮ টি আসন পায়। এখন কথা হল যে দলের এ পর্যন্ত নির্বাচনের সবচেয়ে ভালো ফলাফল হলো ১৮ টি আসন, সেই দল কিভাবে সরকার গঠন করবে? সেই দল কিভাবে ক্ষমতায় যাবে? তাদের সমর্থন যদি ৫ গুনও বেড়ে যায় তাও ৯০ টার বেশি আসন হয় না।
জামাত ইসলামের সমর্থকদের অনেকেই মনে করে যে নির্বাচন হলেই জামাত সরকার গঠন করবে বা ক্ষমতায় যাবে যারা এরকম ধারণা করে তারা গত ১৫ বছরে ভোট দিতে পারে নাই, বয়স ৩০ এর বেশি না। বাংলাদেশের সংসদ নির্বাচনের হিসাব নিকাশ খুব কমই জানে। আবেগ দিয়ে কি সব কিছু করা সম্ভব?
আজ এই পর্যন্তই!
ভিডিওটিতে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন