শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

৯৫০ সিলভার বা রূপা কি । What is 950 silver?

 রৌপ্য চকচকে, উজ্জ্বল একটি ধাতু যা ৬০০০ বছরেরও বেশি সময় ধরে মানুষ ব্যবহার করে আসছে। মানুষ সৌন্দর্য এবং কোন ব্যবহার্য কিছুকে স্থায়িত্ব দেয়ার জন্য রুপার ব্যবহার করে যেহেতু এই ধাতুর মধ্যে যেগুলোতে ভেজাল খুব অল্প থাকে  এবং তাদের রঙ পরিবর্তন হয় না।  রুপার ব্যবহার শুরু হয় তুরস্কের আনাতোলিয়া এবং গ্রীস থেকে। বাজারে অনেক ধরনের রুপা পাওয়া যায় কিন্তু খাদের পরিমানের উপর  নির্ভর করে রুপার গুনাগুন এবং মুল্যের মধ্যে তারতম্য হয়।



৯৫০ সিলভার বা রূপার দ্বারা বুঝানো হয়, যে এতে ৯৫ শতাংশ রূপা এবং ৫ শতাংশ সংকর ধাতু বা খাদ মেশানো আছে। জুয়েলারি তৈরির জন্য এটাই সর্বোচ্চ গ্রেডের রুপা জুয়েলারি তৈরির জন্য তাতে কিছু খাদ মিশাতে হয় কারণ একেবারে খাঁটি নিখাদ  রুপা দিয়ে জুয়েলারি  তৈরি করা সম্ভব না কারণ নিখাদ রূপা একেবারে নরম থাকে।  সাধারণত দুই বা ততোধিক সংকর ধাতু হিসেবে তামা, নিকেল বা জিংক ধাতু মেশানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন