রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

জেলখানা বা কারাগারের ডিভিশন কি? এই ডিভিশন কারা পাবেন?

আসসালামু আলাইকুম, আজ আমরা আলোচনা করব জেলখানা বা কারাগারের ডিভিশন এর ব্যাপারে। 


সারা পৃথিবীর এবং সব অপরাধীদের কাছেই জেলখানা একটা ভয়ংকর জায়গা। যেখানে কেউই কোন সুখের কিছু আশা করে না, অনেক বাধ্য বাধকতার মধ্যে যেখানে আবদ্ধ থাকতে হয়। এই কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেই কিছু অপরাধী অন্যদের তুলনায় ভালো সুযোগ পান যা যুগ যুগ ধরে হয়ে আসছে।  বাংলাদেশের প্রেক্ষাপটে জেলখানার সেই সৌভাগ্যবান অপরাধী কারা? এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পান? 


বিবিসি বাংলাকে , সাবেক উপ-কারা মহাপরিদর্শক মোঃ শামসুল হায়দার সিদ্দিকী

বলেন, জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। 


তিনি বলেন, তিন শ্রেণীর ডিভিশন দেয়া হয়ে থাকে। ডিভিশন-১, ডিভিশন-২ এবং ডিভিশন-৩।


এ ধরনের ডিভিশনপ্রাপ্তরা কি ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে সাবেক ডিআইজি প্রিজন্স মি: হায়দার বলেন, " বিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন-প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে। খাট, টেবিল,চেয়ার,তোষক,বালিশ, তেল, চিরুনী, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেয়ার জন্য আরেকজন বন্দীও দেয়া হয়। ছেলে বন্দীর ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দীর জন্য একজন মেয়ে থাকবেন।"


এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার যাচাই-বাছাই করে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। এছাড়া বন্দির চাহিদার প্রেক্ষিতে বইপত্র এবং দু-তিনটি দৈনিক পত্রিকাও থাকবে। 


সাধারণ বন্দিদের চেয়ে ডিভিশনপ্রাপ্ত বন্দির খাবারের মানও যথেষ্ট ভালো থাকে। সাধারণ বন্দিরা যেখানে ফ্লোরে শুয়ে থাকেন সেখানে ডিভিশনপ্রাপ্ত বন্দিরা খাটের উপরে শুয়ে থাকেন। 


সাধারণত সামাজিক মান- মর্যাদা অবস্থান বিবেচনায় ডিভিশন প্রদান করা হয় বলে জানান সাবেক উপ-কারা মহাপরিদর্শক শামসুল হায়দার।


কারাবিধি অনুযায়ী কারাগারে ডিভিশন সুবিধা পান সাবেক এমপি, মন্ত্রী, সিআইপি ও সরকারি কর্মকর্তারা। এছাড়া ডিভিশন সুবিধার জন্য যে কোনো বন্দি নিজের সামাজিক অবস্থান তুলে ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করতে পারেন।


কারা কর্তৃপক্ষ সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে সিদ্ধান্ত আসবে তিনি ডিভিশন পাবেন কি-না?


স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আদালত যদি কোনো বন্দিকে ডিভিশন সুবিধার আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়- তাহলে সেই বন্দি ডিভিশন সুবিধা পেয়ে থাকেন।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বাসে হাফ ভাড়া কাদের জন্য প্রযোজ্য হবে?

বাসে হাফ ভাড়া কাদের জন্য প্রযোজ্য হবে? 

আসসালামু আলাইকুম, আমরা সবাই-ই বাস ভাড়ার ক্ষেত্রে কিছু ছাড় পেলে খুশী হই, কিন্তু এই ছাড় আসলে কারা পাবে? 



গতকাল ২৩ সেপ্টেম্বরে  সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাফ ভাড়া নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলন  প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়। //


 ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম 

স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটনে চলাচল করা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে সাতদিনই কার্যকর থাকবে বলে 

জানিয়েছেন এবং এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো  বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। হাফ ভাড়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইউনিফর্ম পরা থাকতে হবে অথবা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আফগানিস্তান যেই বিরল উদাহরণ দেখালো তা বিশ্বে বিরল

 আফগানিস্তান যেই বিরল উদাহরণ দেখালো তা বিশ্বে বিরল। সারা পৃথিবী আফগানিস্তানকে দারিদ্র্য পীরিত ও যুদ্ধবিধ্বস্ত দেশ বলেই চিনে। কিন্তু তালেবানরা যখন দ্বিতীয় বারের মত ক্ষমতায় আসলো তখন থেকেই তারা কাজেকর্মে   আগেরবারের চেয়ে অনেক বেশি সতর্ক। এবং অনেক উল্লেখযোগ্য ভালো ভালো কাজ তারা করে যাচ্ছে। সেই ভালো কাজেরই ধারাবাহিকতায় আফগানিস্তানের হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ২০২৪ সালে হজের জন্য জমা দেয়া অর্থ থেকে যা বেঁচে গেছে তা হাজীদেরকে ফেরত দেয়া হবে। এরকম ঘটনা কি আমরা বাংলাদেশের ব্যাপারে কল্পনা করতে পারি? /


২০২২ সালেই প্রথম আফগানিস্তান হাজিদের খরচ না হওয়া অর্থ ফেরত দেয়।  সেবারই প্রথমবারের মতো তালেবান শাসনামলে আফগানরা হজযাত্রা করেন। তখন প্রত্যেক হাজি ফেরত পেয়েছিলেন  ৫১৫ ডলার।


আফগানিস্তানের  ধর্মমন্ত্রী নূর মোহাম্মদ সাকিব

বলেন, এ বছর হজ্জের জন্য হাজিদের কাছ থেকে ১১ কোটি ৩০ লাখেরও বেশি ডলার সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ১১ কোটি ২০ লাখের বেশি ডলার ব্যয় হয়েছে। বাকি অর্থ সরকারের কাছে রয়ে গেছে। মন্ত্রী  জানান, বেঁচে যাওয়া অর্থ থেকে প্রত্যেক হাজি ৩৭ ডলার করে ফেরত পাবেন।/


হাজিদের অর্থ ফেরত দেয়ার খবরে  এক আফগান নাগরিক মন্তব্য করেন, সুদিন আসছে এবং এভাবেই আসবে। আমরা আবারও সততা, বিশ্বস্ততা এবং গৌরব ও আভিজাত্যে মাথা উঁচু করে দাঁড়াবো- ইনশাআল্লাহ।


আর আমাদের দেশে হজ্জের খরচ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সিন্ডিকেট কাজ করে। ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে  সৌদি আরবের দূরত্ব বেশি হওয়ার পরেও তাদের দেশের নাগরিকরা বাংলাদেশের চেয়ে কম টাকায় হজ্জ করে। দূরত্ব বেশি হলে স্বাভাবিক ভাবেই বিমান ভাড়া বেশি পরে। কিন্তু তারপরও ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মানুষ বাংলাদেশের চেয়ে অনেক কম টাকায় হজ্জ করে। /


যেমন বাংলাদেশ থেকে ২০২৩ সালে হজ্জের জন্য সরকারিভাবে হজ্জ প্যাকেজ ধরা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে বেসরকারি খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।


ইন্দোনেশিয়া থেকে  হজ্জে যেতে হলে জনপ্রতি ২ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা খরচ হয়। হজ্জযাত্রায় আরও টাকা লাগলে সেটি সরকারের ‘হজ্জ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ থেকে ভর্তুকি দেওয়া হয়।


মালয়েশিয়া থেকে হজ্জে যেতে সর্বনিম্ন ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা ও সর্বোচ্চ ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা দিতে হয়।



আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এর ব্যাপারে ব্রিগেডিয়ার আযমী কি বলেন?

   মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ  এর ব্যাপারে ব্রিগেডিয়ার আযমী কি বলেন?

আমরা শুনেছি মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হওয়ার কথা এই ব্যাপারে ব্রিগেডিয়ার আযমী যা বলেন।

গতকাল  ৩ রা সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘আয়নাঘর’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিগেডিয়ার আযমী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে  প্রশ্ন তুলেছেন। 


  তিনি ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে  মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তথ্যকে ‘কাল্পনিক’ বলায়  সমালোচিত হয়েছিলেন।


সংবাদ সম্মেলনে সেই একই প্রশ্ন তুলে তিনি আবার বলেন, “শেখ মুজিব সাহেব ৩ লাখ বলতে গিয়ে ভুলে  ৩ মিলিয়ন বলেছেন এবং এটাই পরবর্তীতে ৩০ লাখ হয়ে গেছে। কোনো জরিপ ছাড়া ৩০ লাখ শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।


“আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন, একচুয়ালি ৩০ লাখ হোক আর ৩ কোটি হোক। আমার জানামতে, এটা ২ লাখ ৮৬ হাজার। তারা ৩ লাখকে ৩০ লাখ বানিয়ে ফেলেছে। এখনো সময় আছে, জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা গড়ে তুলতে দেবেন না। আপনারা সত্যিকার একটা জরিপ করার   ব্যবস্থা করেন।”



আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।